News71.com
 Bangladesh
 30 Jan 25, 10:47 AM
 131           
 0
 30 Jan 25, 10:47 AM

আগামীতে যারাই ক্ষমতায় আসুক দেশ চালানো চ্যালেঞ্জিং হবে॥ তারেক রহমান

আগামীতে যারাই ক্ষমতায় আসুক দেশ চালানো চ্যালেঞ্জিং হবে॥ তারেক রহমান

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশের ব্যাংকিং খাতসহ প্রত্যেকটি সেক্টরে অনিয়ম ও দুর্নীতি করেছে তাতে যারাই ক্ষমতায় আসুক তাদের পক্ষে দেশ চালানো খুবই চ্যালেঞ্জিং হবে। জনগণ যদি সঙ্গে থাকে তাহলে দেশ চালাতে সমস্যা হবে না। এসব সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে নড়াইলের চিত্রা রিসোর্টে জেলা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক’ কর্মশালায় দ্বিতীয় অধিবেশনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমরা জনবান্ধব ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই। এ জন্য সাধারণ মানুষের কাছে গিয়ে এ কর্মসূচির কথা বলতে হবে। তিনি বলেন, আমাদের প্রতিপক্ষরা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে পরামর্শ দেন। ওইদিন সকাল সাড়ে ৯টায় ১ম অধিবেশনের উদ্বোধন করেন সাবেক এমপি ও বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নেওয়াজ হালিমা আরলি। কর্মশালায় মূল আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মাহদী আমিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন