
নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, এই সমাজে দুর্নীতি একেবারেই নির্মূল হবে সেটা আমি বলছি না। দুর্নীতি পুরনো আমলেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো। বুধবার (২৯ জানুয়ারি) সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করছেন, তারা যদি দুর্নীতিতে না জড়ান তাহলে দুর্নীতি অনেকাংশেই কমে আসবে। যদি আমাদের সদিচ্ছা থাকে তাহলে দুর্নীতি অনেকটাই কমে আসবে। গত ৫ আগস্ট পর্যন্ত বা বিভিন্ন সময়ে যে আন্দোলন হয়েছে কিংবা হচ্ছে তার পেছনের কারণটা কি? এর কারণ হচ্ছে, সমাজে আমরা এক ধরনের অবিচার লালন করি এবং প্রতিটা অবিচারের কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে এর মূলে রয়েছে দুর্নীতি।