
নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। তবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতর মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হবে দ্বিতীয় ধাপ। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। তবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের ইজতেমায় অংশগ্রহণের জন্য পুরো ৬৪টি জেলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে অংশগ্রহণ করবেন গাজীপুর, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও ঢাকার একাংশসহ মোট ৪১ জেলার মুসল্লিরা। দ্বিতীয় পর্বে সিলেট, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও ঢাকার একাংশসহ ২২ জেলার মুসল্লি অংশ নেবেন।