News71.com
 Bangladesh
 28 Jan 25, 10:22 PM
 122           
 0
 28 Jan 25, 10:22 PM

চাকুরী জাতীয়করণের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার ইবতেদায়ি শিক্ষকদের॥

চাকুরী জাতীয়করণের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার ইবতেদায়ি শিক্ষকদের॥

 

নিউজ ডেস্কঃ দেশের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদরাসা বিভাগ) মাসুদুল হক এক ব্রিফিংয়ে এ কথা জানান। শিক্ষকদের অন্যান্য দাবি এ বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর কথাও জানান যুগ্ম সচিব। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

জাতীয়করণসহ অন্যান্য দাবির আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা। তাদের কেউ কেউ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন।গত ১৯ জানুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকেরা। পরে অবস্থান কর্মসূচি থেকে ২৬ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা । এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশবিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের মুখে পড়েন। তাদের ওপর জলকামান ব্যবহারও হয়। এর জেরে শাহবাগে অবস্থান নেন স্বতন্ত্র ইবতেদায়ির শিক্ষকেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন