News71.com
 Bangladesh
 28 Jan 25, 10:21 PM
 163           
 0
 28 Jan 25, 10:21 PM

মার্চ থেকেই টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধার উদ্ধার কার্যক্রম শুরু॥উপদেষ্টা রিজওয়ানা

মার্চ থেকেই টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধার উদ্ধার কার্যক্রম শুরু॥উপদেষ্টা রিজওয়ানা

 

নিউজ ডেস্কঃ আগামী মার্চ থেকে টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে সরকার মাঠে নামবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর বন ভবনে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা জানান।রিজওয়ানা হাসান বলেন, প্রকৃতি রক্ষায় হারিয়ে যাওয়া বনভূমি উদ্ধার অত্যন্ত জরুরি। দেশের সব বনভূমি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শালবন উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। কারণ, স্থানীয়দের অভিজ্ঞতা, জ্ঞান ও সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না। বননির্ভর জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে কর্মপরিকল্পনা হালনাগাদ করতে হবে। মার্চের মধ্যেই গেজেট নোটিফাই কমিটি গঠন করে ভিলেজ ফরেস্ট রুল তৈরি করা হবে। সেখানে বননির্ভর জনগোষ্ঠীর অধিকার এবং বন বিভাগের দায়িত্ব ও কর্তব্য অন্তর্ভুক্ত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন