News71.com
 Bangladesh
 17 Jan 25, 07:34 PM
 152           
 0
 17 Jan 25, 07:34 PM

বহু বছর পর পাকিস্তান সফরে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় প্রতিনিধিদল॥

বহু বছর পর পাকিস্তান সফরে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় প্রতিনিধিদল॥

 

নিউজ ডেস্কঃ পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধিদল। এটি বহু বছর পর ইসলামাবাদে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রথম কোনো সফর। যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদর দপ্তর (জিএইচকিউ) পরিদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি দলটি।

পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিদলের এই সফরকে ‘বিরল’ সফর বলে আখ্যায়িত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্থবির ছিল। কিন্তু হাসিনা জামানা শেষ হতেই পাল্টে যায় দৃশ্যপট। বর্তমানে দুই দেশের সম্পর্কের দৃশ্যমান উন্নতি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি উভয় পক্ষই তাদের যোগাযোগ বাড়িয়েছে এবং সম্পর্ক পুনঃস্থাপনের জন্য গত কয়েক মাসে শীর্ষ পর্যায়ে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন