News71.com
 Bangladesh
 15 Jan 25, 11:27 PM
 101           
 0
 15 Jan 25, 11:27 PM

পাঠ‍্যবইকে ইস‍্যু করে এনসিটিবির সামনে দুই পক্ষের কর্মসূচিতে মারামারি॥

পাঠ‍্যবইকে ইস‍্যু করে এনসিটিবির সামনে দুই পক্ষের কর্মসূচিতে মারামারি॥

 

নিউজ ডেস্কঃ পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির চলাকালে মারামারির ঘটনা ঘটেছে। এতে অনেকে আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠন বুধবার সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে।একইদিনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল লোক পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যায়। সংবাদমাধ্যম অনুযায়ী, সকাল থেকেই ‘স্টুডেন্ট ফর সভরেন্টি”র ব্যানারে একদল লোক এনসিটিবির সামনে অবস্থান নিয়ে ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে সেখানে যায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারধারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন