News71.com
 Bangladesh
 13 Jan 25, 09:32 PM
 114           
 0
 13 Jan 25, 09:32 PM

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির ওপর চোরাচালানিদের হামলা॥আটক ৩

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির ওপর চোরাচালানিদের হামলা॥আটক ৩

নিউজ ডেস্কঃ শেরপুরে নালিতাবাড়ী সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন ছামাদুল ইসলাম, রফিকুল ইসলাম (৩০)ও আব্দুল হাই (৩০)। সোমবার (১৩ জানুয়ারি) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এর আগে রোববার রাতে বিজিবির ওপর হামলার ঘটনা ঘটে। বিজিবি জানায়, নালিতাবাড়ী সীমান্তে সম্প্রতি সময়ে চোরাচালানি বন্ধে একের পর এক অভিযান পরিচালনা করে বিজিবি। চোরাচালানি প্রতিরোধে রাত ১০টার পর পানিহাতা এলাকায় সব দোকানপাট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে রোববার রাতে বিজিবি একটি দল টহলে গেলে সেখানে বিজিবি হামলা চালায় চোরাচালানে জড়িত সংশ্লিষ্টরা। পরে এ ঘটনায় মামলা দায়ের হয়। অভিযান চালিয়ে হামলাকারীদের আটক করে বিজিবি। পরে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন