News71.com
 Bangladesh
 04 Jan 25, 10:06 PM
 115           
 0
 04 Jan 25, 10:06 PM

৪৩টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সর্বসাধারণের ভোগ্যপণ্যের দাম বাড়বে না॥এনবিআর

৪৩টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সর্বসাধারণের ভোগ্যপণ্যের দাম বাড়বে না॥এনবিআর

 

 

নিউজ ডেস্ক: ৪৩টি পণ্য ও সেবার ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এতে দ্রব্যমূল্যের বৃদ্ধি মূল্যস্ফীতি উসকে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদেরা। তবে ভ্যাট বাড়ানোয় সাধারণ মানুষের ভোগ্যপণ্যের দাম বাড়বে না বলে দাবি করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার (৪ জানুয়ারি) ‘ভ্যাট এবং আয়করের আওতা বৃদ্ধি ও হার যৌক্তিকীকরণ’ শীর্ষক এক বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছে এনবিআর। এতে সই করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল–আমিন শেখ। এনবিআর বলছে, যেসব পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে, এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই। বিধায়, সর্বসাধারণের ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পাবে না এবং মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন