
নিউজ ডেস্ক: চলতি বছরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও পড়েছে ব্যাপক শীত। এই শীতের মধ্যেই শুক্রবার উপসাগরীয় অঞ্চলের এ দেশটির বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বর্ষণ। খবর গালফ নিউজ। সংযুক্ত আরব আমিরাতে আমিরাতের সংখ্যা সাতটি-রাজধানী আবুধাবি, আজমান, দুবাই, ফুজাইরাহ, রাস আল খাইমা, শারজাহ এবং উম্মুল কোয়াইন। এর মধ্যে শুধু আজমান ব্যতীত বাকি ছয়টি আমিরাতেই বর্ষণ হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আল খাইল রোড, শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড, জুমেরিয়া, আল সাফা, আল জাদাফসহ দুবাইয়ের সব এলাকায় বর্ষণ হয়েছে। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি জানিয়েছে, দুবাইয়ের বিভিন্ন এলাকা আবুধাবির ঘানাদাহ এলাকায় ভারী বর্ষণ হয়েছে।