News71.com
 Bangladesh
 03 Jan 25, 09:25 PM
 100           
 0
 03 Jan 25, 09:25 PM

সুষ্ঠু বিচারের সুযোগ দেওয়া উচিত॥ চিন্ময় ইস্যুতে ভারত

সুষ্ঠু বিচারের সুযোগ দেওয়া উচিত॥ চিন্ময় ইস্যুতে ভারত

নিউজ ডেস্ক: রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর চিন্ময় দাসের জামিন না পাওয়ার প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা আগেও বলেছি, এখনও বলছি। বাংলাদেশে যে ধরনের কর্মকাণ্ড চলছে, সেখানে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সুষ্ঠু বিচারের সুযোগ দেওয়া উচিত। এটাই আমাদের প্রত্যাশা। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে একটি নোট পেয়েছি। এই ঘটনায় আমাদের কাছে এইটুকুই তথ্য আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন