
নিউজ ডেস্ক: নতুন বছরে অন্তর্বর্তী সরকার প্রধান তিনটি লক্ষ্য নির্ধারণ করেছে। এগুলো হলো– জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত, সংস্কার নিশ্চিতে রাজনৈতিক মতৈক্য গড়ে তোলা ও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা। গতকাল বুধবার উপদেষ্টা পরিষদের সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে সৈয়দা রিজওয়ানা বলেন, নতুন বছরে সরকার প্রধান তিনটি লক্ষ্যের কথা জানিয়েছে। এগুলো হলো– জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত, রাজনৈতিক মতৈক্য গড়ে তুলে প্রস্তাবিত সংস্কার নিশ্চিত ও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা। সাধারণ কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখাও সরকারের লক্ষ্য বলে জানান তিনি। সভায় সারাদেশের বায়ুদূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ এবং করণীয় নির্ধারণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সুপারিশ কারিগরি পর্যায়ে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ইটভাটাকেন্দ্রিক বায়ুদূষণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের উদ্যোগে অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে বিশদ আলোচনা হয়। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের এয়ার পিউরিফায়ারের বিদ্যমান শুল্ক হ্রাস করে এটির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নিয়েও আলোচনা হয়।