News71.com
 Bangladesh
 28 Dec 24, 05:29 PM
 136           
 0
 28 Dec 24, 05:29 PM

রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে॥ ড. ইউনূস

রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে॥ ড. ইউনূস

নিউজ ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার, চলমান সংস্কার ও আগামী নির্বাচনের পথ খুঁজতে শুরু হয়েছে দু’দিনের জাতীয় সংলাপ। ২০টি রাজনৈতিক দল ও জোট, বিশিষ্টজন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন। প্রথম দিনে বিস্তৃত পরিসরে উঠে এসেছে নানা প্রসঙ্গ, সূক্ষ্ম বিতর্ক। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন। ঐক্য, সংস্কার ও নির্বাচন– এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে।

গতকাল শুক্রবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ স্লোগানে দু’দিনব্যাপী এই জাতীয় সংলাপের উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তরুণরা সংখ্যায় বেশি। দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি, ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের উল্লেখ করে ড. ইউনূস বলেন, নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সব নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন, তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদের নিয়োজিত করুন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন