News71.com
 Bangladesh
 28 Dec 24, 05:29 PM
 135           
 0
 28 Dec 24, 05:29 PM

৪৭তম বিসিএসের আবেদন শুরু কাল॥

৪৭তম বিসিএসের আবেদন শুরু কাল॥

নিউজ ডেস্ক: ৪৭তম বিসিএসের আবেদন শুরু হচ্ছে আগামীকাল রোববার। এদিন সকাল ১০টা থেকে শুরু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এর আগে একদফা আবেদন স্থগিতের পর নতুন এ তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বড় পরিবর্তন নিয়ে এবারের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়েছে। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ৫০ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন