News71.com
 Bangladesh
 26 Dec 24, 09:25 PM
 112           
 0
 26 Dec 24, 09:25 PM

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থের ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না॥উপদেষ্টা আসিফ

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থের ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না॥উপদেষ্টা আসিফ

নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদের (সরকার) ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপদেষ্টা। আকস্মিক এই অগ্নিকাণ্ডের কারণে উত্তরবঙ্গের কর্মসূচি স্থগিত করে সকালে ঢাকায় ফিরে আসেন তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য মন্ত্রণালয়ভিত্তিক তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ প্রদান করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন