News71.com
 Bangladesh
 19 Dec 24, 08:10 PM
 112           
 0
 19 Dec 24, 08:10 PM

বিএনপির পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত॥

বিএনপির পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত॥

নিউজ ডেস্কঃ রাজধানীর আগারগাঁওয়ে আগামী শনিবার ২১ ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ করার কথা ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের। এতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অংশ নেওয়ারও কথা ছিল। কিন্তু ওই সমাবেশ স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে।এছাড়া মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতও সংবাদমাধ্যমকে একই বিষয় নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন