News71.com
 Bangladesh
 10 Dec 24, 10:09 AM
 97           
 0
 10 Dec 24, 10:09 AM

নীলফামারীতে জেঁকে বসেছে শীত॥তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি

নীলফামারীতে জেঁকে বসেছে শীত॥তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি

নিউজ ডেস্কঃ উত্তরের জনপদ নীলফামারী জেলায় জেঁকে বসেছে শীত। সূর্য আকাশ ভেদ করে উত্তাপ ছড়াতে পারছে না। মেঘলা আকাশে কেটে যাচ্ছে দিন। শীত ও কুয়াশায় বৃদ্ধ ও শিশুরা কাবু হয়ে পড়েছে। হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারে শীতজনিত রোগে আক্রান্ত রোগীরা আসছেন। এছাড়া শরীরে গরম কাপড় জড়াতে পুরোনো কাপড়ের দোকানে ভিড় বাড়ছে। জেলায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে সারারাত ও পরদিন বেলা ১১টা পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পুরো জনপদ। সকালের ফ্লাইটগুলো কুয়াশার কারণে অবতরণে শিডিউলে বিঘ্ন ঘটছে। এতে দূরদূরান্তের যাত্রীদের সৈয়দপুর বিমানবন্দরে এসে আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন