News71.com
 Bangladesh
 09 Dec 24, 09:53 AM
 90           
 0
 09 Dec 24, 09:53 AM

আজও বিশ্বের সর্বোচ্চ বায়ুদূষণ ঢাকায়॥

আজও বিশ্বের সর্বোচ্চ বায়ুদূষণ ঢাকায়॥

নিউজ ডেস্কঃ আবারও বায়ুদূষণের শীর্ষে ঢাকা। দুদিন আগেও টানা তিন দিন ধরে বিশ্বের ১২৬ দেশের শহরের মধ্যে দূষণের শীর্ষে ছিল। ঢাকায় আজ বাতাসে দূষণের মাত্রা ২৭৯, যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বাতাসের এই অবস্থা বিশেষ করে চর্মরোগ, শ্বাসকষ্ট, অ্যাজমা রোগীসহ সুস্থ মানুষের জন্যও খুবই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে আজ বায়ুদূষণের শীর্ষ পাঁচে নেই ভারতের কোনো শহর। ২২১ মাত্রার দূষণ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইজিপটের কায়রো শহর। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। রয়েছে ইরাক ও মঙ্গোলিয়ার শহর।

আজ সোমবার সকাল ৬টায় বাতাসের এই পরিমাপ করা হয়। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।সূচকের হিসাব অনুযায়ী তৃতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণমাত্রা পরিমাপ করা হয়েছে ১৮৫, যা অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। চতুর্থ অবস্থানে থাকা ইরাকের বাগদাদ শহরে দূষণের মাত্রা ১৮২ এবং দূষণমাত্রা ১৮১ নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাতার শহর। এই শহর দুটিতে বায়ুদূষণ মাঝারি ধরনের অস্বাস্থ্যকর পরিস্থিতিতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন