
নিউজ ডেস্কঃ কুয়াশামাখা শীতের মৌসুম এলেই বাতাসের দূষণ প্রাণ সংহারী হয়ে ওঠে। শীতকালে বাতাসের গতি যায় কমে। বিশেষ করে রাতের দিকে। ফলে বাতাসে থাকা দূষিত পদার্থগুলো বায়ুমণ্ডলের কাছাকাছি জমা হয়। দূষণ সরাসরি প্রভাব ফেলে পরিবেশের ওপর। ইতিমধ্যে ধুলায় ভরে উঠেছে রাজধানী ঢাকা। গত টানা তিন দিন ধরে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে মেগাসিটি ঢাকা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ২৬৭; যা জনস্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’। বায়ুদূষণে বৃহস্পতিবার ঢাকার স্কোর ছিল ৩৪১। এ মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের ওয়েবসাইটে এ চিত্র দেখা যায়। বায়ুদূষণে বুধ ও বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্বের ১২৬ দেশের মধ্যে শীর্ষে ছিল। গতকাল ২৬৬ স্কোর নিয়ে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ছিল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ২৫২ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর আছে তৃতীয় এবং ২১৪ স্কোর নিয়ে করাচি চতুর্থ অবস্থানে। আর ১৮৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভারতের রাজধানী দিল্লি। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। শুক্রবার ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৮ শতাংশ বেশি।