News71.com
 Bangladesh
 06 Dec 24, 09:51 AM
 117           
 0
 06 Dec 24, 09:51 AM

মিয়ানমারের রাখাইনে বিস্ফোরণ॥কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে এলাকাবাসী

মিয়ানমারের রাখাইনে বিস্ফোরণ॥কাঁপছে টেকনাফ সীমান্ত, আতঙ্কে এলাকাবাসী

নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি, মর্টার শেল ও বিমান থেকে বোমা হামলা চলছে। বৃহস্পতিবার রাতে সীমান্তের এপার থেকে গোলা ও মর্টারের বিকট শব্দ শোনা যায় এবং বোমা বিস্ফোরণে এপারের মানুষের বাড়িঘর কেঁপে উঠছে। এসব ঘটনায় উপজেলার শাহপরীর দ্বীপ, নোয়াপাড়া, সাবরাং ও পৌরসভা এলাকার মানুষ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আতঙ্ক ও ভয়ে রয়েছে। বোমা বিস্ফোরণে এপারের ঘরবাড়ি যেভাবে কেঁপে উঠছে, এর আগে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়নি বলে জানান স্থানীয়রা। টেকনাফের শাহপরীর দ্বীপে সরেজমিন অবস্থান করে দেখা যায়, দ্বীপের ওপারে নাফ নদের মিয়ানমার সীমান্তে হঠাৎ করে বিমান এসে বোমা ফেলছে। বোমা বিস্ফোরণের সময় এপারে মানুষের বাড়িঘর তো কাঁপছে, যে শব্দ হচ্ছে তাতে মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে উঠছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে শাহপরীর দ্বীপ সীমান্তে ২০ মিনিটের ব্যবধানে চারটি বোমা বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দ শোনা গেছে। এসময় আকাশে বিমান উড়ার শব্দও শোনা যায়। রাখাইনে রাতের ঘটনায় এপারের স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছে।দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, যুদ্ধ কি রাখাইনে হচ্ছে না বাংলাদেশে হচ্ছে? সন্ধ্যার পর থেকে এক মিনিট বিরতি ছাড়াই গোলাগুলি, মর্টারের বিকট শব্দ লেগে আছে। এরপরে মাঝেমধ্যে বিমান এসে যে বোমা ফেলছে, তাতে আমাদের ঘরবাড়ি ভয়ঙ্করভাবে কেঁপে উঠছে। এভাবে সীমান্তে আমাদের বসবাস অনিরাপদ হয়ে পড়ছে। বোমার শব্দে বাচ্চারা আতকে উঠছে, বাবা মাকে জড়িয়ে কান্নাকাটি করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন