
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব হিসেবে আখতার আহমেদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আখতার আহমেদকে সিনিয়র সচিব হিসেবে নির্বাচন কমিশনে পদায়ন করা হয়েছে। তার নিয়োগ শর্ত অনুযায়ী, তিনি অন্য কোনও পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। এই নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে এবং এর মেয়াদ দুই বছর। অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।