News71.com
 Bangladesh
 05 Dec 24, 10:59 PM
 123           
 0
 05 Dec 24, 10:59 PM

নির্বাচন কমিশনের সচিব হলেন আখতার আহমেদ॥

নির্বাচন কমিশনের সচিব হলেন আখতার আহমেদ॥

 

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব হিসেবে আখতার আহমেদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আখতার আহমেদকে সিনিয়র সচিব হিসেবে নির্বাচন কমিশনে পদায়ন করা হয়েছে। তার নিয়োগ শর্ত অনুযায়ী, তিনি অন্য কোনও পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। এই নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে এবং এর মেয়াদ দুই বছর। অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন