News71.com
 Bangladesh
 04 Dec 24, 10:13 AM
 66           
 0
 04 Dec 24, 10:13 AM

শেয়ার বাজারে সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী॥

শেয়ার বাজারে সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী॥

নিউজ ডেস্কঃ দেশের শেয়ার বাজারে মঙ্গলবার বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে মূল্যসূচকে ইতিবাচক প্রভাব পড়েছে। ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই সবকটি সূচক বেড়েছে। এছাড়া, গতকালও ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।বাজারের লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে ডিএসইতে লেনদেনকৃত মোট ৪০২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ১২৮টির। আর ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৬ পয়েন্টে উঠে এসেছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১২ কোটি ২৫ লাখ টাকা।

দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৭৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের ১৫ কোটি ৮৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে আইসিবি। কোম্পানিটির ১২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে-ফাইন ফুডস, গ্রামীণফোন, ড্রাগন সোয়েটার, জেনেক্স ইনফোসিস, রবি, গোল্ডেন সন এবং ব্র্যাক ব্যাংক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন