
নিউজ ডেস্কঃ ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে সহিংস বিক্ষোভের ঘটনায় গভীর ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ।সোমবার (২ ডিসেম্বর) 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামক একটি ডানপন্থী সংগঠনের নেতৃত্বে একদল লোক হাইকমিশন প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ ও হামলা করেন। এ সংগঠনটি বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী আটক করার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ঘটনাটি গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে এবং ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করতে আহ্বান জানিয়েছে।