News71.com
 Bangladesh
 30 Nov 24, 09:31 AM
 116           
 0
 30 Nov 24, 09:31 AM

জাতীয় ঐক্য ধরে রাখতে সকলকে সজাগ থাকতে হবে॥ জামায়াতের আমির

জাতীয় ঐক্য ধরে রাখতে সকলকে সজাগ থাকতে হবে॥ জামায়াতের আমির

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু পূর্ণ বয়স্করা যুদ্ধ করেনি, সবাই মিলে যুদ্ধ করেছে। কোলের শিশুও শাহাদৎ বরণ করেছে। ৮০ বছরের বৃদ্ধও শাহাদৎ বরণ করেছে। একইসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে পথসভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পতিত সরকারের আমলে সবচেয়ে মজলুম দল ছিল জামায়াতে ইসলাম। বিপ্লবের পরেও আমরা উল্লাসে ফেটে পড়িনি। সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছিলাম। দলের সর্বস্তরের নেতাকর্মী নির্দেশনা মেনে চলেছেন। দেশের কোনো প্রান্তের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আসেনি। মুক্তিযুদ্ধকে স্মরণ করে শফিকুর রহমান বলেন, এই যশোর একটি ঐতিহ্যবাহী এলাকা। সুদীর্ঘ সংগ্রাম-আন্দোলনের এলাকা। স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে নবম সেক্টরের সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল তার বাহিনী নিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন এই যশোর থেকে। সুতরাং এই যশোরকে আমরা অন্য উচ্চতায় দেখি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন