News71.com
 Bangladesh
 29 Nov 24, 10:29 AM
 111           
 0
 29 Nov 24, 10:29 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ওয়েবসাইট হ্যাক॥

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ওয়েবসাইট হ্যাক॥

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া একটি ওয়েবসাইট হ্যাক হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১১টার পর (www.ssl.du.ac.bd) ওয়েবসাইটটি হ্যাক হয় বলে জানান শিক্ষার্থীরা। এটি হ্যাক করে হ্যাকাররা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার আহ্বান জানিয়ে একটি বার্তা জুড়ে দিয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর ‘Ssl.du.ac.bd’ লিংকে প্রবেশ করলে দেখা যায় এতে ইংরেজিতে লেখা- ‘হ্যাকড বাই সিস্টেম এডমিনবিডি। উই আর মুসলিম ব্ল্যাকহ্যাটস এন্ড স্পাই এজেন্টস।’এতে বাংলায় লেখা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আসিফ নজরুলের প্রতি বার্তা: আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যাচেষ্টার জোর প্রতিবাদ করুন। আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশ বিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।’ বার্তায় আরও বলা হয়, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনো দেশবিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনো ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।’ নিচে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়। #banISKCON #banProthomAlo #justiceshouldbeserved

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন