
নিউজ ডেস্কঃ সংবিধান সংস্কারে ১৯ দফা প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। সংসদকে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ মুক্ত করা, ক্ষমতাসীন দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হওয়া, সংবিধানের ৭০ অনুচ্ছেদ (ফ্লোর ক্রসিং) পরিবর্তন, প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের বেশি না হওয়াসহ বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির পক্ষ থেকে সংবিধান সংস্কারের প্রস্তাব তুলে ধরে দলের চেয়ারম্যান জিএম (গোলাম মোহাম্মদ) কাদের এসব কথা বলেন। তিনি জানান, উল্লিখিত প্রস্তাবগুলো ছাড়াও জাতীয় পার্টি পঞ্চদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা, রাষ্ট্রপতির অভিশংসনের জন্য সংসদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার বিধান প্রবর্তন, দুজন ডেপুটি স্পিকারের বিধান রাখাসহ নানা প্রস্তাব জানিয়েছে।
জিএম কাদের জানানা, জাতীয় পার্টি সুপ্রিম কোর্টের বিচারপতি ও নির্বাচন কমিশনারদের অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, সুপ্রিম কোর্টকে সহায়তার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই রাষ্ট্রপতির প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেওয়ার বিধান, নির্বাচনের সময় কোনো কর্মকর্তা ইসির নির্দেশনা না মানলে নির্বাচন কমিশনের যথাযথ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দান, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, পাবলিক সার্ভিস কমিশন ইত্যাদি সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে নিয়োগে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব হ্রাস ও সমন্বয় কমিটির মাধ্যমে নিয়োগ এবং দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য অধিকার কমিশন ইত্যাদির মতো অন্যান্য সমস্ত সাংবিধানিক সংস্থার জন্য একই নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করার প্রস্তাব করেছে।