News71.com
 Bangladesh
 28 Nov 24, 08:22 PM
 111           
 0
 28 Nov 24, 08:22 PM

আইজিপির সঙ্গে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ॥

আইজিপির সঙ্গে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলের সাক্ষাৎ॥


নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের প্রতিনিধিদলের সদস্যরা।বুধবার (২৭ নভেম্বর) বিকালে পুলিশ সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অফিসার ফ্রান্সেসকা মারোত্তা দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন হিউম্যান রাইটস অফিসার ডেভিড লকহেড। প্রতিনিধিদল চলমান পুলিশ সংস্কার কার্যক্রমের নানা দিক নিয়ে আইজিপির সাথে মতবিনিময় করেন। তারা এক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন