News71.com
 Bangladesh
 28 Nov 24, 08:21 PM
 68           
 0
 28 Nov 24, 08:21 PM

দেশকে স্থিতিশীল করতে জাতীয় ঐক্য জরুরি॥ প্রধান উপদেষ্টাকে বিএনপি

দেশকে স্থিতিশীল করতে জাতীয় ঐক্য জরুরি॥ প্রধান উপদেষ্টাকে বিএনপি

 


নিউজ ডেস্কঃ দেশের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলা। একইসঙ্গে দরকার যথাযথ সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা। অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাতে এ দুটি দিক গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে বিএনপি। 'এখন জাতীয় ঐক্য গড়ে তোলাই সবচেয়ে প্রয়োজন। আমাদের সামনের বড় চ্যালেঞ্জ — বিশেষ করে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় — তাদের মোকাবিলায় আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলেতে হবে। এ কথাগুলো আমরা [প্রধান উপদেষ্টাকে] বলে এসেছি।' বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সেই সঙ্গে দ্রুত নির্বাচনি রোডম্যাপ প্রকাশের আহ্বানও জানিয়েছে দলটি। 'আমরা বলেছি, সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচনি সংস্কার। এ সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অত্যন্ত জরুরি,' বলেন মির্জা ফখরুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন