News71.com
 Bangladesh
 27 Nov 24, 10:13 AM
 55           
 0
 27 Nov 24, 10:13 AM

গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি॥

গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি॥

নিউজ ডেস্কঃ গুলশানের কূটনৈতিক এলাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিউটিরত অবস্থায় একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) রাতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন রোববার গুলশান থানায় একটি মামলা করা হয়। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ গাড়ি চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ইতিমধ্যে ঘটনাস্থল এবং এর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার অনেক দূর এগিয়েছে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যেই গাড়িটি উদ্ধার করা হবে। গাড়ির তত্ত্বাধায়ক ও মামলার বাদী শাহাদাত হোসেন জানান, গত ২৩ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এর ১৭ নম্বর বাড়ির সামনের অস্থায়ী পার্কিং অবস্থায় ছিল গাড়িটি। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব দপ্তরে দাপ্তরিক কাজে নিয়োজিত ছিল। সাদা রংয়ের প্রিমিও-১৭ মডেলের প্রাইভেট কার ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন