News71.com
 Bangladesh
 26 Nov 24, 09:43 AM
 116           
 0
 26 Nov 24, 09:43 AM

চলতি নভেম্বর মাসেই ডেঙ্গুতে ১৬৪ জনের মৃত্যু॥

চলতি নভেম্বর মাসেই ডেঙ্গুতে ১৬৪ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬১ জনে। তবে চলতি মাস নভেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪৬ জনের। যা এ বছর এখন পর্যন্ত একমাসে সর্বোচ্চ মৃত্যু। গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছিল ১৩৫ জনের। আর নভেম্বরের ২৫ দিনেই মৃত্যু ছাড়িয়েছে ১৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩৪ জন। ফলে এ বছর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৭২৫ জনে। গতকাল ২৫ নভেম্বর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন