News71.com
 Bangladesh
 24 Nov 24, 07:49 PM
 114           
 0
 24 Nov 24, 07:49 PM

ভারতীয় ধনকুবের আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেপ্তারি পরোয়ানার পর সমন জারি॥

ভারতীয় ধনকুবের আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেপ্তারি পরোয়ানার পর সমন জারি॥

 

নিউজ ডেস্কঃ সরকারি কর্মকর্তাদের কয়েক মিলিয়ন ডলার ঘুষ দেওয়া ও বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার তথ্য গোপনের ঘটনায় অভিযুক্ত ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আদালতের ফাইলিং সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে সম্প্রতি গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, ২১ দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানিদের উপর অনির্দিষ্ট আর্থিক জরিমানা এবং বিধিনিষেধও চেয়েছে। রোববার (২৪ নভেম্বর) এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি আদানি গ্রুপের প্রতিনিধিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন