News71.com
 Bangladesh
 24 Nov 24, 07:49 PM
 115           
 0
 24 Nov 24, 07:49 PM

বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে লঘুচাপ॥ কৃষকদের জন্য সতর্কবার্তা

বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে লঘুচাপ॥ কৃষকদের জন্য সতর্কবার্তা

 

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এরই মধ্যে বৃষ্টি নিয়ে কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। রোববার (২৪ নভেম্বর) বিকেলে সংস্থাটির ফেইসবুক পেজে এক পোস্টে এ জরুরি সতর্কবার্তা জানায়। আবহাওয়া বার্তায় সংস্থাটি বলছে, দেশে ধেয়ে আসছে বৃষ্টিবলয় আঁখি। আর এর প্রভাবে দেশের খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও উপকূলীয় অঞ্চলে আগামী ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে উপকূলীয় জেলাসমূহের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন