News71.com
 Bangladesh
 24 Nov 24, 07:49 PM
 102           
 0
 24 Nov 24, 07:49 PM

যাত্রী সংকটে বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ॥ জনদুর্ভোগ চরমে

যাত্রী সংকটে বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ॥ জনদুর্ভোগ চরমে

 

নিউজ ডেস্কঃ যাত্রী সংকটের কারণে বেনাপোল থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। তারা বলছে, যাত্রী ওঠা-নামার বিষয়ে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এতে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। ভোগান্তিতে পড়েছে ভারতফেরত শত শত পাসপোর্টযাত্রী। বাস মালিক সমিতির নেতারা জানান, যানজট নিরসনে এক সপ্তাহ আগে যশোর জেলা প্রশাসকের সঙ্গে পরিবহন কর্মকর্তাদের বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, বেনাপোল চেকপোস্ট এবং বেনাপোল বাজার থেকে যেসব বাস যশোর-ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যায় সেগুলো নতুন নির্মিত পৌর বাস টার্মিনাল থেকে ছাড়তে হবে। আর ঢাকা থেকে রাতে ছেড়ে আসা বাসগুলোর যাত্রীদের ভোরে বেনাপোল চেকপোস্টে নামিয়ে টার্মিনালে চলে যাবে। এরমধ্যে শুক্রবার (২২ নভেম্বর) রাত ৩টার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বাসগুলোর যাত্রীদের টার্মিনালে জোরপূর্বক নামিয়ে দেওয়ায় ওই যাত্রীরা হয়রানির শিকার হন বলে দাবি করেন মালিক সমিতির নেতারা। এ কারণে বন্ধ রাখা হয় বাস চলাচল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন