
নিউজ ডেস্কঃ ডিসেম্বরের শুরুতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকা ও দিল্লির মধ্যে উচ্চ পর্যায়ের এই কূটনৈতিক আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় স্থান পাবে। এর মধ্যে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বৈঠকের অন্যতম মূল আলোচ্য বিষয় হতে পারে। ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলার কার্যক্রম শুরু করেছে। তাঁর বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি কার্যকর করার প্রস্তুতি দেখা গেলেও ভারতের আনুষ্ঠানিক অবস্থান এখনো স্পষ্ট নয়।
ঢাকায় অনুষ্ঠেয় এই বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ও ভারতের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নেতৃত্ব দেবেন। আলোচনায় বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক সংযোগ বাড়ানোর মতো বিষয় স্থান পাবে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।