News71.com
 Bangladesh
 23 Nov 24, 10:30 PM
 82           
 0
 23 Nov 24, 10:30 PM

পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি॥

পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি॥

নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় শনিবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুনকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির বাকি সদস্যরা হলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল,পল্লী বিদ্যুৎ সমিতির একজন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এবং বিআরটিসির একজন প্রতিনিধি। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন