News71.com
 Bangladesh
 23 Nov 24, 11:04 AM
 120           
 0
 23 Nov 24, 11:04 AM

ভারত বিরোধী নই, সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই॥সাক্ষাৎকারে জামায়াত আমির

ভারত বিরোধী নই, সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই॥সাক্ষাৎকারে জামায়াত আমির

 

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে আমরা ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়।’ একই সঙ্গে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই।’ গতকাল শুক্রবার কলকাতাভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জামায়াতের ভারত-বিরোধিতা বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. শফিকুর রহমান বলেন, ‘সম্পূর্ণ অস্বীকার করছি। এ ধারণা ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের নিশানা করে এ মতবাদ ছড়ানো হয়েছে, যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়। সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে আমরা ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।

আমাদের আন্তর্জাতিক নীতি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। চাই ভারতও একই রকম সাড়া দিক, পারস্পরিক বিশ্বাস এবং সহাবস্থানের ভিত্তিতে।’ কিন্তু জামায়াতকে দেখা হয় কট্টর ইসলামী সংস্থা হিসেবে, অন্যান্য ইসলামী রাষ্ট্রে যে ইসলামিক ব্রাদারহুড রয়েছে তার অংশ হিসেবে। নিজেদের সংগঠনকে কিভাবে দেখেন?—এ প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘আবারও আপনি ধরেই নিচ্ছেন জামায়াতে ইসলামী কট্টরপন্থী মুসলিম সংগঠন। এটা একেবারেই অসত্য। জামায়াত একটি আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল, যার ভিত্তি ইসলামিক আদর্শ।’ আরো একটি কথা মনে করিয়ে দিই, ‘আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল। বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন