
নিউজ ডেস্কঃ যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি নিযন্ত্রণে সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। আব্দুস সামাদ নামের একটি দোকানের ব্যবস্থাপক বলেন, রাতে মোবাইলের দোকানে চুরি হয়। এর প্রতিবাদে দোকান মালিক ও কর্মীরা রাস্তায় নামেন। পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বেলা আড়াইটার দিকে বলেন, আমরা যতদূর শুনেছি গতরাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরি হয়। শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনাকে কেন্দ্র করে দোকানদাররা একদফা রাস্তা আটকে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর তারা রাস্তা ছেড়ে দেন। জুমার নামাজের পর আবার তারা রাস্তায় নামেন।