
নিউজ ডেস্কঃ সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়ে সংশ্লিষ্টতের সঙ্গে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল । মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল কলেজ ক্যাম্পাস থেকে রওনা হন। ১৪ সদস্যের শিক্ষার্থীদের এ দলে রয়েছেন-মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, তোয়াহা ও কাউসার। এদিকে মঙ্গলবার সকাল থেকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান করছেন। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে ক্যাম্পাসের বাইরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।