
নিউজ ডেস্কঃ আমদানি ও রপ্তানি কার্যক্রমে শুল্কায়ন প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয় আধুনিক প্রযুক্তির সফটওয়্যার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’। সম্প্রতি একটি অসাধু চক্র চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত এক কর্মকর্তার আইডি-পাসওয়ার্ড চুরি করে তা ব্যবহারের মাধ্যমে মালামাল খালাস করার ঘটনার প্রেক্ষিতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সার্ভারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৯ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে এনবিআর বলছে, একটি অসাধু চক্র গত ২০ মে বিল অব এন্ট্রি দাখিল করে এক কন্টেইনার সিগারেট খালাস করে। চক্রটি চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত এক কর্মকর্তার অগোচরে তার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের আইডি ব্যবহার করে এটি করেছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সিস্টেম হ্যাক করে নয়, বরং কর্মকর্তার অবর্তমানে তার কম্পিউটার থেকে আইডি ও পাসওয়ার্ড চুরি করে তা ব্যবহারের মাধ্যমে ওই মালামাল খালাস করা হয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক ও স্পর্শকাতর বিষয় হওয়ায় এনবিআর এ অপকর্মের সঙ্গে জড়িতদের এবং সহযোগীদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে।