News71.com
 Bangladesh
 17 Nov 24, 05:28 PM
 103           
 0
 17 Nov 24, 05:28 PM

দেশে সর্বমোট খেলাপি ঋণ এখন ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা॥ বাংলাদেশ ব্যাংক

দেশে সর্বমোট খেলাপি ঋণ এখন ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা॥ বাংলাদেশ ব্যাংক

 


নিউজ ডেস্কঃ বর্তমানে দেশে মোট খেলাপি ঋণ ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা বিতরণ করা ঋণের ১৭ শতাংশ। রোববার (১৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৭ শতাংশ। গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি। তথ্য বলছে, গত জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এতদিন যা স্বার্থান্বেষী মহলগুলোর কারসাজিতে চাপা পড়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন