News71.com
 Bangladesh
 11 Nov 24, 11:48 PM
 115           
 0
 11 Nov 24, 11:48 PM

বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে ৫৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন শ্রমিকরা॥

বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে ৫৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন শ্রমিকরা॥

 

নিউজ ডেস্কঃ আগামী রোববারের (১৮ নভেম্বর) মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে একটানা প্রায় ৫৪ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। এরআগে গত শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে একটানা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) বেলা পৌণে ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু করে। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি কলম্বিয়া এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। আগামী রোববারে মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে পোশাক শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে বেতন কীভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা করা হবে। শ্রমিকরা অবরোধ তুলে নিলে প্রায় ৫৪ ঘণ্টা পর বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় মহাসড়কের যান চলাচল করতে না পারায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন