News71.com
 Bangladesh
 11 Nov 24, 11:47 PM
 86           
 0
 11 Nov 24, 11:47 PM

জবি শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও॥তিন দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস

জবি শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও॥তিন দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস

 

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি আগামী তিন দিনের মধ্যে পূরণের আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের সব দাবিই যৌক্তিক।সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের কাছে এসে এই প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান ভুলে যাইনি। আমাদের একটাই কষ্ট, এখনো শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সব দাবি মেনে নেওয়া হবে। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্টে থাকেন। তাদের হল নেই। শিক্ষার্থীদের দ্বিতীয় ক্যাম্পাসের দাবি সম্পূর্ণ যৌক্তিক। শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি পুরোপুরি একমত। হলের সমস্যা তো আর একদিনের মধ্যে সমাধান করা সম্ভব নয়। আমরা আপনাদের দাবির বিষয়টা দেখছি। আগামী একদিনের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া আগামী তিন দিনের মধ্যে করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন