News71.com
 Bangladesh
 11 Nov 24, 09:36 AM
 111           
 0
 11 Nov 24, 09:36 AM

দপ্তর পূনঃবন্টন॥ বশির বাণিজ্যে, ফারুকী সংস্কৃতিতে আর আলী ইমাম খাদ্যে

দপ্তর পূনঃবন্টন॥ বশির বাণিজ্যে, ফারুকী সংস্কৃতিতে আর আলী ইমাম খাদ্যে

নিউজ ডেস্কঃ রোববার সন্ধ্যায় নতুন তিন উপদষ্টার শপথের পর রাতে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন আরেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। আরেক উপদেষ্টা মো. মাহফুজ আলমকে এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়ের ভার দেওয়ার তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের গেজেটে দেওয়া হয়নি। অপরদিকে গেজেটে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আগে এ মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা নিজেই দেখতেন।

এদিন নতুন দুই উপদেষ্টাকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি পুরনোদের দায়িত্বেও বেশ কিছু রদবদল আনা হয়েছে। আগের উপদেষ্টাদের দায়িত্বে রদবদলের অংশ হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আগের মতই তিনি সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের হাতে থাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এখন দেখবেন এম সাখাওয়াত হোসেন। এতদিন ধরে দেখভাল করা নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও তার হাতে থাকছে। আর তার হাতে থাকা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন উপদেষ্টা শেখ বশিরকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন