News71.com
 Bangladesh
 10 Nov 24, 10:14 PM
 65           
 0
 10 Nov 24, 10:14 PM

দুদকের নতুন চেয়ারম্যান খুঁজতে ৫ সদস্যের কমিটি॥

দুদকের নতুন চেয়ারম্যান খুঁজতে ৫ সদস্যের কমিটি॥

 

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য সুপারিশ করার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৭ ধারা অনুযায়ী পাঁচ সদস্যের সমন্বয়ে একটি বাছাই কমিটি গঠন করা হলো।

বাছাই কমিটির সভাপতি বিচারপতি মো. রেজাউল হক। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক। কমিটির অন্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি ফারাহ মাহবুব, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন