News71.com
 Bangladesh
 10 Nov 24, 10:20 AM
 101           
 0
 10 Nov 24, 10:20 AM

সেন্টমার্টিন যেতে লাগছে এনআইডি ও কতৃপক্ষের লিখিত অনুমতি॥

সেন্টমার্টিন যেতে লাগছে এনআইডি ও কতৃপক্ষের লিখিত অনুমতি॥

 

নিউজ ডেস্কঃ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও দ্বীপের বাসিন্দা ছাড়া সেখানে কেউ বেড়াতে যেতে পারছেন না। চলতি নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবেন, তবে থাকতে পারবেন না- এমন ঘোষণা থাকলেও দ্বীপ ভ্রমণের সব ব্যবস্থা বন্ধ রয়েছে। দ্বীপটির বাসিন্দাদের দাবি, তাদের আত্মীয়-স্বজনরাও বেড়াতে যেতে পারছেন না। পর্যটন ব্যবসায়ী এবং দ্বীপের স্থানীয়রা জানিয়েছেন, সেন্টমার্টিন ভ্রমণে এমন কড়াকড়ি কখনোই ছিল না, যেটি গুজব সৃষ্টির পরিবেশ তৈরি করেছে। পর্যটন মৌসুম শুরু করা নিয়েও একটা অনিশ্চয়তা কাজ করছে সংশ্লিষ্ট সবার মধ্যে। তবে উপজেলা প্রশাসন বলছে, মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির কারণে পর্যটক নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ভাষ্য অনুযায়ী নভেম্বর মাসে সেন্টমার্টিন ভ্রমণে বাধা থাকার কথা নয়, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে বেড়াতে যাওয়া যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন