
নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বাড়ানোর লক্ষ্যে আগামী দুই অর্থবছরে যথাক্রমে ৬ লাখ ১৫ হাজার ৫০০ কোটি টাকা ও ৬ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী ২০২৫-২৬ অর্থবছরে এনবিআর থেকে আসবে ৫ লাখ ৫৩ হাজার ৩০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ বেশি। পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অন্যান্য উৎস থেকে আরও ৬২ হাজার ৫০০ কোটি টাকা আসবে, যা আগের বছরের চেয়ে সাড়ে ৫ শতাংশ বেশি। ২০২৬-২৭ অর্থবছরে এনবিআর থেকে ৬ লাখ ৩১ হাজার ১০০ কোটি টাকা আদায় করা হবে; যা আগের বছরের চেয়ে ১৪ দশমিক ১ শতাংশ বেশি। একই সময় অন্যান্য উৎস থেকে ৬ লাখ ৪০০০ কোটি টাকা আসবে, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেশি।
চলতি ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে এবং ৬১ হাজার কোটি টাকা অন্যান্য উৎস থেকে আদায় করার কথা। অর্থ মন্ত্রণালয়ের এক নথিতে বলা হয়েছে, মধ্যমেয়াদে (২০২৬-২৭ অর্থবছর) রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে। চলতি বছরসহ তিন বছরে রাজস্ব প্রায় ১৩ শতাংশ বেড়ে ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৯৫ হাজার টাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এনবিআর কর ২০২৪ অর্থবছরে ২৮.২ শতাংশ বাড়বে বলে অনুমান করা হচ্ছে, যা ২০২৫ অর্থবছরে ১৭.১ শতাংশ, ২০২৬ অর্থবছরে ১৫.২ শতাংশ এবং ২০২৭ অর্থবছরে ১৪.১ শতাংশ বাড়তে পরে।