News71.com
 Bangladesh
 01 Nov 24, 09:59 AM
 252           
 0
 01 Nov 24, 09:59 AM

মুল‍্য বাকি থাকায় বাংলাদেশে সরবরাহ করা বিদ্যুতেরএকটি ইউনিট বন্ধ করল ভারতের আদানি গ্রুপ॥

মুল‍্য বাকি থাকায় বাংলাদেশে সরবরাহ করা বিদ্যুতেরএকটি ইউনিট বন্ধ করল ভারতের আদানি গ্রুপ॥

নিউজ ডেস্কঃ ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত দুটি পাওয়ার ইউনিটের একটি বন্ধ করে দিয়েছে ভারতের আদানি গ্রুপ। বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রায় ১০ হাজার ৮৬ কোটি টাকা পাওনা থাকায় প্রতিষ্ঠানটি এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে। বিদ্যুকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। জানা গেছে, শধু বাংলাদেশেই বিদ্যুৎ রপ্তানির জন্য নিবেদিত আদানির এক ইউনিট, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৭৫০ মেগাওয়াট। বৃহস্পতিবার সেখান থেকে কোনো বিদ্যুতই উৎপাদন করা হয়নি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনের বেলা আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে গড়ে মাত্র ৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। যদিও গত বুধবার পর্যন্ত দিনে গড়ে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হতো।

এই প্রথম বকেয়া বিলের কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল আদানি। আগামী সপ্তাহের মধ্যে অর্থ পরিশোধ না করলে ৭ নভেম্বর থেকে ৭৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন অবশিষ্ট বিদ্যুৎ ইউনিট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে বর্তমানে দেশীয় কয়লাভিত্তিক তিন বিদ্যুৎকন্দ্র—এস আলম, রামপাল ও পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন কমানো হয়েছে, যার ফলে বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহে এক হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি থাকছে। সম্প্রতি আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের প্রতিনিধি ও যৌথ সমন্বয় কমিটির সভাপতি এম আর কৃষ্ণ রাও এক চিঠিতে উল্লেখ করেছেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিসি) বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৭০.০৩ মিলিয়ন ডলারের জন্য প্রয়োজনীয় এলসি প্রদান করেনি এবং ৮৪৬ মিলিয়ন ডলারের (১০,০৮৬ কোটি টাকা) বকেয়াও শোধ করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন