News71.com
 Bangladesh
 29 Oct 24, 06:19 PM
 135           
 0
 29 Oct 24, 06:19 PM

আ.লীগসহ ১১ দলের বিরুদ্ধে যে কারণে রিট চালালেন না সমন্বয়করা॥

আ.লীগসহ ১১ দলের বিরুদ্ধে যে কারণে রিট চালালেন না সমন্বয়করা॥

 


নিউজ ডেস্কঃ আওয়ামী লীগসহ ১১ দলকে রাজনৈতিক কার্যক্রম ও ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে পৃথক রিট করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক। তিন দিনের মাথায় সেটি আদালতের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী। কারন হিসেবে ‘গণতন্ত্র উত্তরণের জন্য’ রিটটি সমন্বয়করা চালাবেন না বলে উল্লেখ করেছেন তিনি।


আওয়ামী লীগসহ ১১ দলের বিরুদ্ধে করা দুই রিট না চালানোর বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম বলেন, কোনো মামলা যদি ক্লায়েন্ট (মক্কেল) প্রত্যাহার করতে চান, তিনি তখন মামলা প্রত্যাহার করার ইন্সন্ট্রাকশন দেন। আর আইনজীবী সে হিসেবে কাজ করেন। মক্কেল কখনো বলেন না তিনি কি কারণে ইন্সট্রাকশন দিচ্ছেন। সুতরাং আমি তো বলতে পারব না কি কারণে মামলাটা চালানো হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন