News71.com
 Bangladesh
 28 Oct 24, 06:18 PM
 111           
 0
 28 Oct 24, 06:18 PM

৪৩তম বিসিএস॥ যোগদানের তারিখ পেছালো

৪৩তম বিসিএস॥ যোগদানের তারিখ পেছালো

নিউজ ডেস্কঃ ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০’র মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ আগামী ১৭ নভেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে গত ১৫ অক্টোবর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় ১০ মাস পর ৪৩তম বিসিএসে দুই হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।২০২৩ সালের ২৬ ডিসেম্বর ক্যাডার ও নন-ক্যাডার মিলে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন। এতে ক্যাডার এবং নন ক্যাডারে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জন ও নন ক্যাডারে ৬৪২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন