
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প (বিহারি ক্যাম্প) এলাকায় মাদককারবারি দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। পুলিশ বলছে, গোলাগুলির ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ আছেন। শনিবার (২৬ অক্টোবর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আলী জানান, সন্ধ্যার পরপরই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদককারবারি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটে। বর্তমানে জেনেভা ক্যাম্প এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, জেনেভা ক্যাম্পে মাদককারবারি চুয়া সেলিম ও বুনিয়া সোহেল এই দুই গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। এদিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় সংঘর্ষের ঘটনায় রহমত সাজ্জেন ওরফে রহমত (১৩) নামে এক কিশোর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে।